করোনায় আক্রান্ত হয়ে শনিবার রাতে মৃত্যুবরণ করেন রাঙ্গুনিয়ার উত্তর পোমরা নিবাসী, মুক্তিযোদ্ধা সুব্রত বিকাশ বড়ুয়া। প্রশাসন ও প্রয়াত সুব্রত বিকাশ বড়–য়ার পরিবারের পক্ষ থেকে শেষকৃত্যের জন্য সহযোগিতার আহবান জানানো হলে আজ ১৪ জুন রবিবার গাউসিয়া কমিটি বাংলাদেশের স্বেচ্ছাসেবক টিম তাঁর শেষ কৃত্য কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন। এসময় তাদের ধর্মীয় বিধান অনুযায়ী একজন ভান্তে উপস্থিত থেকে ধর্মীয়মন্ত্র পাঠ করেন।
গাউসিয়া কমিটির পক্ষে এ সময় আহসান হাবিব এবং রাঙ্গুনিয়ার আবু জাফর সহ ৭ সদস্যের একটি টিম এ শেষ কৃত্য সম্পন্ন করেন। একজন অন্য ধর্মের মানুষের শেষকৃত্য অনুষ্ঠানের অনুভূতি ব্যক্ত করে গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার বলেন, এটাই ইসলামের উদারতা ও সার্বজনীন তার প্রকাশ। মুসলিম-অমুসলিম, এই করোনাকালে যে কারো লাশ দানে আমরা আছি, আপনাদের পাশে। আপনারাও থাকুন আমাদের পাশে। এসময় তিনি জাতীয় কবি নজরুলের কবিতার দুটি লাইনের উদ্ধৃত করে বলেন ‘হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোন জন/কান্ডারী বল, ডুবিছে মানুষ সন্তান মোর মা’র’।