দাঁড়িয়ে আছি”
?____এ কে এম, কামাল হোছাইন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দাঁড়িয়ে আছি দিবা-নিশি কেয়া ঘাঁটে
হাসি মুখে তুমি আসবে চলে,
তুমি আসবে ছুটে ভালবাসার- বন্ধনে
প্রেমের তরণী ভাসিয়ে জলে।
দাঁড়িয়ে আছি কলেজের করিডোরে
নিরালায় ধ্যাননিষ্ঠে- চেয়ে,
সর্বাঙ্গের সম্মুখে তুমি আসবে- ক্লাসে
কত ঝঁঝাট মেনে আছি রয়ে।
দাঁড়িয়ে আছি আসার পথে- তোমার
আসবে ফুলের মালা- পরে,
হাজারো বাধা সহ্য করে চেয়ে- থাকি
তোকে দেখবো নয়ন ভরে।
দাঁড়িয়ে আছি আজও তোমার পক্ষে
তোমার বুকে আমার বাসা,
এই প্রাণে আছে কেবল তোমার জন্য
একবুক অনন্ত- ভালবাসা।
এই প্রাণে রেখেছি যত্ন করে- তোমায়
আমার হৃদয়ের মধ্য-খানে,
এই প্রাণ নিবেদিত সদা তোমার তরে
তুমিও রাখো মোরে সেখানে।