আল ওমায়ের (সাকিব)
বর্তমান করোনা পরিস্থিতিতে ভিড় জমানো থেকে বিরত থাকতে বলা হয়েছে সরকারি নীতিমালায় এবং বিশ্ব স্বাস্থ্য নীতিমালায়। কিন্তু কে মানছে এইসব? এইসব নীতিমালাকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে প্রকাশ্যে খেলছে জুয়া বহদ্দারহাটের মাইক্রোবাস চালকেরা। চট্টগ্রাম বহদ্দারহাটে অবৈধভাবে মাইক্রোবাস স্ট্যান্ড করে ফুটপাত দখল করে সেখানে দাড়িয়ে জুয়ার আসর বসিয়েছে মাইক্রোবাস চালক আর হেলপাররা। তারা সেখানে ভিড় জমিয়ে খেলে মোবাইলে লুডু খেলা আর হট্টগোল করে সবসময়।এমনকি জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে মারামারি হয়ে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন এলাকাবাসী অজানা বাংলাদেশকে জানিয়েছেন তারা এভাবে অবৈধভাবে ফুটপাত দখল করে রেখেছে এতে করে আমাদের দুর্ভোগের শেষ নাই সেখানে নতুনকরে আবারো নতুন দুর্ভোগে ফেলছে এলাকাকে জোয়ার আসর করে, প্রতিদিন তাদের হট্টগোল মারামারি এবং ভিড় লেগে থাকে এই জোয়ার আসরকে কেন্দ্র করে, এমনিতে করানোর কারনে ভিড় জমানো ঝুকিপূর্ণ হয়ে উঠছে পুরো এলাকা এ বিষয়ে আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি।তাছাড়া অবৈধভাবে এভাবে ফুটপাত দখল করে মাইক্রোবাস স্ট্যান্ড করে রাখাতে যানজট ও দুর্ঘটনার শিকার হচ্ছে পথযাত্রীরা।