
আল ওমায়ের (সাকিব)
দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে প্রায় চার মাস। সেই ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে সেই সাথে সবার খেলাধুলাও বন্ধ আছে। সবাই ঘর বন্দি জীবন পার করছে। যেহেতু সবাই ঘরে বন্দি সেহেতু খেলার মাঠ গুলো পরে নির্জনে। কোথাও কেউ নেই। নেই কোনো হৈচৈ, নেই সেই বৈকালিক খেলাধুলার দৃশ্য। মাঠের চারিদিকে শুধু নির্জনতা আর হাহাকার। চার মাস ধরে খেলাধুলা বন্ধ থাকায় মাঠে উঠেছে বড় বড় ঘাস সেই দৃশ্যটি বলে দিচ্ছে মাঠে কিশোর-কিশোরীদের পা পরেনি বহুদিন ধরে।
চারিদিকে পানি জমে আছে আর ঘাস গুলো বড় হচ্ছে, দেখে বুঝা যাচ্ছে অযত্নে পরে আছে খেলার মাঠ। একদিন সকাল হবে সবকিছু স্বাভাবিক হবে এবং আবারো আমেজ ফিরে আসবে এই খেলার মাঠে। আবারো থাকবে হৈচৈ, চারিদিকে থাকবে কিশোর-কিশোরীদের চিৎকার।ছবিটি তুলেছি আজ বিকালে চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার খেলার মাঠ থেকে।