আন্তর্জাতিক ডেস্কঃ
করোনাভাইরাসে ইরানে অতীতের সব রেকর্ড ভেঙ্গে একদিনেই ১৬২ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২৬ মার্চ সর্বোচ্চ মৃত্যু সংখ্যা ছিল ১৫৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৩৬ জন।সবমিলিয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ৬৭০ জন এবং আক্রান্ত সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার ২০৫ জন ছাড়িয়েছে। হাসপাতালে তীব্র করোনার লক্ষণ নিয়ে ভর্তি রয়েছে ৩ হাজার ৩৭ জন।এদিকে রেড জোনে নতুন নতুন শহরের নাম যুক্ত হচ্ছে, খুজেস্তান, কুর্দিস্তান, আজারবাইজান পুর্ব এবং পশ্চিম, হুরমোজগান, বুশেহের, খোরাশান রেজাভি এবং কেরমান শাহ রেড জোনে রয়েছে।
যেসব এলাকায় জনগণ স্বাস্থ্য দিক-নির্দেশনা মানছেন না সেসব এলাকায় ফের কঠোরতা অবলম্বন করা হতে পারে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ৪০ ভাগ যারা করোনায় মারা গেছেন হার্ট, ডায়াবেটিক, প্রেসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।অন্যদিকে বিভিন্ন শহরে করোনা ভাইরাস সেন্টারগুলো ভর্তি হয়ে যাওয়ায় আবারও করোনা ভাইরাসের রোগীদের চিকিৎসা দিতে হাসপাতাল বৃদ্ধি করা হচ্ছে।গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে।
বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি ২ লাখ ৯৮ হাজার ২২৩ জনে ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৫ লক্ষ ৫ হাজার ৪৬০ জন। তবে ৫৫ লক্ষ ৮৬ হাজার ৪৪২ জন রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ এ পর্যন্ত করোনা ভাইরাস কোভিড-১৯ রোগীর সংখ্যা বাংলাদেশে ১ এক লক্ষ ৪১ হাজার ৮০১ জন গত ২৪ ঘন্টায় ৪৫ জনসহ মোট মৃত্যু এক হাজার ৭৮৩ জন তবে সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৭৮০ জন করোনা রোগী।