
নিউজ ডেস্কঃ
চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান প্রাণঘাতী করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। গত ২৭ জুন তার নমুনা সংগ্রহ করা হয়। গতকাল সোমবার (২৯ জুন) রাতে তার করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাখাওয়াত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।সিভিল সার্জন বলেন, পুলিশ চাঁদপুরের সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের করোনা পজিটিভের বিষয়টি আমরা গতকাল সোমবার রাতে নিশ্চিত হয়েছি। এখনও পর্যন্ত রিপোর্ট হাতে এসে পৌঁছেনি। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মোহাম্মদ আসাদুজ্জামান সবুজ জানান, করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর থেকেই পুলিশ সুপার তার নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছেন। পুলিশ সুপারের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চাঁদপুর জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৫৬ জন। এদের মধ্যে অর্ধশতাধিক পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫৭ জন নারী-পুরুষ মারা গেছেন এ জেলায়।