মৌলভীবাজারের কমলগঞ্জে আদিবাসী অষ্ট্রেলিয়া স্কোলার্স এসোসিয়েশন বাংলাদেশ-এর সহযোগিতায় বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জের দুটি খাসিয়া পুঞ্জির অসহায় দরিদ্র ৫০টি পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়। বুধবার (১ জুলাই) দুপুরে মাগুরছড়া ও লাউয়াছড়া খাসিয়া পুঞ্জিতে বসবাসরত ৫০টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়।খাদ্য সামগ্রীর মাঝে ছিল ৮ কেজি করে চাল, ১ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ ও হাত ধোয়ার ১ টি করে সাবান। খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মন্ত্রী (গ্রাম প্রধান) জিডিশন প্রধান সুচিয়াং, মাগুরছড়া পুঞ্জির ফরলি নিয়াং ও লাউয়াছড়া পুঞ্জির শাকিল পামথেট।