ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে এমন একটি ঘটনা আসলেই আলোচিত নয়। ছাতকে করোনা ভাইরাস মোকাবিলায় ছাতক থানার সকল পুলিশ সদস্য একের পর এক প্রশংসনীয় কাজ করে চলেছেন।এমন একটি ঘটনা আজ ছাতকের গোবিন্দগঞ্জ রোডে ঘটলো। আনুমানিক রাত প্রায় ১১:৩০ এর দিকে ছাতক থানার পুলিশ বাহিনী সাময়িক টহলদারি করার সময়, রাস্তায় এক মহিলাকে পরে থাকতে দেখেন। শারীরিক ভারসাম্যহীন এই নারী আঘাতপ্রাপ্ত ছিলেন এবং পা দিয়ে রক্ত বাহিত হচ্ছিলো।
এমন সময় ছাতক থানার কিছু পুলিশি সদস্য হঠাৎ মহিলাকে দেখতে পান,আশেপাশের কেউ মহিলার এই অবস্থা দেখে ধারে কাছেও যাচ্ছিলো না।কিন্তু ছাতক থানাপুলিশের কিছু সদস্যরা মানবিকতার পরিচয় দেন। তারা সেই মহিলাটির কাছে পরিচয় জানতে চান। পরিশেষে মহিলাকে চিকিৎসার জন্য কিছু টাকা দিয়ে একটি সিএনজি করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন ছাতক থানাপুলিশের সদস্যরা।ঘটনাটি নিশ্চিত করেন ছাতক থানার এ এস আই শাহজামাল আহমেদ রিপন। ছাতক বাজার পত্রিকাকে এ বিষয়ে অবগত করে বলেন আমাদের আশেপাশে এমন হাজারো মানুষ রয়েছে। আমাদের সবার উচিত তাদের সাহায্য সহযোগীতা করা।