দেশবরেণ্য আলিমে দীন, আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের চেয়ারম্যান চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা শায়খুল হাদিস শেরে মিল্লাত হযরতুল আল্লামা মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী গতকাল (৬.৭.২০২০) সোমবার বিকাল অনুমানিক ৫টায় বার্ধ্যক্যজনিত কারণে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮। তিনি স্ত্রী, ৫ সন্তানসহ অগণীত ছাত্র-শিক্ষক, শুভাকাঙ্খি ও গুণগ্রাহী রেখে যান। আল্লামা নঈমী আওলাদে রাসূল রাহনুমায়ে শরিয়ত ও তরিকত গাউসে জামান আল্লামা হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) এর একনিষ্ট মুরিদ ছিলেন।
এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় দীর্ঘ অর্ধশত বছরের অধিক মুহাদ্দিস ও শায়খুল হাদিসের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আনজুমান-এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর চেয়ারম্যান, আহলে সুন্নাত সন্মেলন সংস্থা (ওএসি)’র, আলা হজরত ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ওয়ার্ল্ড সুন্নি ইসলামিক মিশনের সদস্যের দায়িত্বসহ সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার মুখপাত্র হিসাবে আমৃত্যু দায়িত্ব পালন করেন।
আল্লামা নঈমী দেশে-বিদেশে একজন খ্যাতিমান ইসলামিক বক্তা হিসাবে বেশ পরিচিত ছিলেন। আজ বাদে জোহর নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আল্লামা নঈমীর ইন্তেকালে আনজুমান-এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট-এর সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট আলহাজ¦ মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ¦ মুহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল সেক্রেটারি আলহাজ¦ মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রটারি আলহাজ¦
মুহাম্মদ সিরাজুল হক, এসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ¦ এস এম গিয়াস উদ্দিন সাকের, ফিন্যান্স সেক্রেটারি আলহাজ¦ মুহাম্মদ সিরাজুল হক, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি অধ্যাপক কাজী সামশুর রহমান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ দিদারুল ইসলাম, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী,
মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারী, মুফতি আল্লামা কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, মুফাসসির আলহাজ্ব মাওলানা কাজী মুহাম্মদ ছালেকুর রহমান আলক্বাদেরী, আল্লামা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আলক্বাদেরীসহ মাদরাসার শিক্ষক-কর্মচারি, ছাত্র-অভিভাবক, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ¦ পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, সাবেক মেয়র আলহাজ¦ মঞ্জুুর আলম মঞ্জু, রাউজান সংসদীয় আসনের এমপি ও রেল মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা পরিষদেও চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল,
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুুদ্দিন আশরাফী, ড. আবদুল্লাহ আল মারুফ, শায়খুল হাদিস আল্লামা আফজাল হোসেন, পীরে তরীকত আল্লামা আবদুল বারী জেহাদী, মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহ্ উদ দৌলাহ, নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম ফজলুল হক, ঢাকা আন্জুমানের সভাপতি আলহাজ¦ মুহাম্মদ সহিদুল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ¦ মুহাম্মদ সিরাজুল হক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম.এ. মান্নান, মহাসচিব মাওলানা এম.এ. মতিন, যুগ্ম মহাসচিব স.উ.ম. আবদুস সামাদ, চন্দ্রঘোনা তৈয়বিয়া তাহেরিয়া নুরুলহক জরিনা মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু জাফর, গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলা,
দক্ষিণ জেলা মহানগর ও ঢাকা গাউসিয়া কমিটি, আলা হযরত ফাউ-েশন, আহলে সুন্নাত সম্মেলন সংস্থা, গাউসিয়া কমিটি করোনা সেবা কার্যক্রমের প্রধান সমন্বয়ক ও আহবায়ক কমিটির সদস্যবৃন্দ প্রমুখ গভীর শোক প্রকাশ করে মরহুমের রফে দরজাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে মরহুম আল্লামা নঈমীর মজহাব এবং মিল্লাতে বহুমুখী খেদমত ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।