মোঃ লিমন মিয়া সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আপন ২ ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত (৫ জুলাই রোববার) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নে বয়ড়া বাজার এলাকাতে এ ঘটনা ঘটে।পরবর্তীতে ৭ জুলাই রোজ মঙ্গমবার জানা যায় সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আপন দুই ভাই। ঘটনার সূত্র ধরে জানা যায় ফুফুদের সাথে ১০শতাংশ জমির নিয়ে বেশ কিছুদিন যাবত ঝামেলা চলছিল দুর্বৃত্তদের।
এরই সুত্র ধরে,মৃত দানেচ আলী তালুকদারের বড় ছেলে ঘাটাইল উপজেলা হাসপাতালে স্বাস্থ্য পরির্দশক ড়াঃ হুমায়ুন কবীর ও তার ছোট ভাই ঢাকা কাওয়ান বাজার এলাকার (বাংলার খবর প্রতিদিনের) রিপোর্টার রোজাইন কবীর (৫ জুলাই রবিবার) বয়ড়া বাজারে তাদের বাসার পাশে চায়ের দোকানে বসে চা পান করতে ছিল। এমন সময় বয়ড়া বাজারের প্রভাবশালী কলিম উদ্দিন মন্ডলের ছেলে ইলিয়াস উদ্দিন ও তার ছেলে জাহাঙ্গীরসহ কতিপয় আরো কয়েকজন রোজাইন কবিরের উপড় লাঠি শোঠা নিয়ে হামলা চালায়।এ ঘটনার খবর পেয়ে বড় ভাই হুমায়ুন কবীর দৌড়ে ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও দুর্বৃত্তরা পিটিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাদের দুই ভাইকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে যান। আহত দুই ভাই বর্তমানে সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন। এ ঘটনায় রোজাইন কবীর বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সামস উদ্দিন বলেন, বিষয়টা শুনেছি এবং তাদের উভয় পক্ষকে বসে মীমাংসা করার কথা বলেছি।এ ব্যাপারে সরিষাবাড়ী থানার এস আই শামীম হোসেন জানান, বাদীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম এবং তার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধের আইনমুলক ব্যবস্থা নেওয়া হবে।