
মোঃ জসীম উদ্দীন, বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার নাভারণ রেল ষ্টেশন এলাকা থেকে শুক্রবার (১৭ই জুলাই) ভোরে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলো, শার্শার যাদবপুর গ্রামের বাবুল গাজীর ছেলে হৃদয় হোসেন (২৫) ও একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল হোসেন (২০) এবং নাটোর জেলার কইগাড়ি কৃষ্ণপুর গ্রামের জমশেদ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৫)।শার্শা থানা সূত্রে জানা যায়, নাভারণ রেলবাজারের রেলওয়ে লাইনের দক্ষিন পাশে মোঃ শাওন গাজী (২৫), পিতা- মোঃ রফিকুল ইসলাম এর বাড়ির উঠানে তিন যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সেখানে অভিযান চালায় পুলিশ।
এ সময় ওই তিন যুবকের নিকট হইতে ১টি রাম দা যাহা বাট সহ লম্বা ২৪ ইঞ্চি, ১টি টিপ চাকু যাহা লম্বা অনুমান ৬ ইঞ্চি, ১টি কালো রং এর প্লাষ্টিকের খেলনা লম্বা ৭ ইঞ্চি পিস্তলসহ ৩ যুবকে আটক করা হয়।এছাড়া আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে আটককৃতদের নামে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং-৬০৪।শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের নামে মামলা দিয়ে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।