
শান্তি ও সহমর্মিতার ধর্ম ইসলামের শাশ্বত দর্শন প্রচার প্রসারে ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (রহ.) ও আল্লামা ওবাইদুল হক নঈমী (রহ.) যুগপৎভাবে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন বলে বক্তারা মন্তব্য করেছেন। বক্তারা আরও বলেন, ইসলামী সত্যিকারের তাহযিব তামাদ্দুন প্রতিষ্ঠা, মানুষকে নৈতিকতা, কল্যানকামিতা ও খোদাভীরুতার পথে পরিচালিত করতে এ দুইজন মহান মনীষী আজন্ম কাজ করেছেন। কর্ম ও অবদানের মাঝে এ দুজন সবসময় শান্তিপ্রিয় মানুষের হৃদয়ে চির ভাস্বর হয়ে থাকবেন।
গাউসিয়া কমিটি বাংলাদেশ ফরহাদাবাদ ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় ১৮ জুলাই শনিবার সকালে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (রহ.) ও আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.) এর স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
সংগঠক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ হারুন সওদাগর। প্রধান বক্তা ছিলেন হাটহাজারী উপজেলা গাউছিয়া কমিটির সহ সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু সাঈদ ফরহাদাবাদ ইউনিয়ন গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ এর স ালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ নুরুচ্ছাপা, মুহাম্মদ এসকান্দর মিয়া, অধ্যাপক মুহাম্মদ আলফাজ উদ্দিন, সৈয়দ আব্দুল ওহাব, মুহাম্মদ আনোয়ার হোসাইন, মাওলানা মুহাম্মদ অহিদুল আলম, মাওলানা আলী মর্তুজা সিরাজি, হাজী মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ নুরুল হাকিম চৌধুরী ভুট্টো,
মাওলানা মুহাম্মদ হোসাইন, মুহাম্মদ মঈন উদ্দিন, আবু আহমদ, মুহাম্মদ ওমর ফারুক লিটন, মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ মহসিন আলী, মুহাম্মদ শাকিল, মুহাম্মদ আবুল কালাম, মুহাম্মদ মোরশেদুল আলম, মুহাম্মদ মফিজ উদ্দিন, মুহাম্মদ হাসান, মুহাম্মদ আতাউর রহমান বাবু প্রমুখ। স্মরণ সভার পূর্বে বিভিন্ন খতমাতের আয়োজন করা হয়। মিলাদ কিয়াম ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।