মোঃলিমন মিয়া সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ৩নং ডোয়াইল ইউনিয়নের ডিক্রীরবন্দ গ্রামে মৃত সমশের আলীর স্ত্রী মৃত হামিদা বেওয়াকে (৬৫) মেরে ফেলার অভিযোগ উঠে। ঘটনাস্থানে গিয়ে জানা যায় মৃত হামিদা বেওয়ার (৬৫) সাথে তার ভাই ও বোনদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া হলে ০৩/০৭/২০২০ইং তারিখে সরিষাবাড়ী থানায় অভিযোগ করেন মৃত হামিদা বেওয়া(৬৫)। অভিযোগর ১৭ দিন পর ২০/০৭/২০২০ ইং রোজ সোমবার রাত্রি ০২:৫০ মি: মৃত্যু বরন করেন।
পরবর্তীতে ঘটনার স্থানে উপস্থিত প্রতিবেশীদের জিঙ্গাসা করে জানা যায় মৃত হামিদা বেওয়া( ৬৫) বেশ কয়েক বছর যাবত রোগে বোগছিলেন। এমতা অবস্থায় মৃত হামিদা বেওয়া( ৬৫) সাথে তার আপন ভাই মোঃ বাবলু (৪৭) ও আপন বোন মোছাঃ রওশনার বেগম(৪৫) সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছিল।
মৃত হামিদা বেওয়া (৬৫) মেয়ের জামাই মোঃ দুলাল মিয়া(৫৩) জানান জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের ভাই বোনদের মধ্যে মারামারি হওয়ায় তাহার শ্বাশুরীকে গুরতর ভাবে আহত করা হয় এবং তাকে হসপিটালে ভর্তি করানো হয় এবং তাহাকে হসপিটাল থেকে বাড়ীতে নিয়ে আসা হলে তিনি অসুস্থ হয়ে মরা যান।
কিন্তুু বিবাদী গন মোঃ বাবলু মিয়া(৪৭) ও মোছাঃ রওশনারা বেগম(৪৫) জানান তাদেরকে ফাঁসানোর জন্য তাদের বোন মৃত হামিদা বেওয়াকে(৬৫) তাহার মেয়ের জামাই মোঃ দুলাল মিয়া (৫৩) তাহার নিজ ঘরে নিয়ে হত্তা করে। এর সত্ত্বা প্রমান করার জন্য মৃত হামিদা বেওয়া (৬৫) মেয়ে জামাই মোঃ দুলাল মিয়া (৫৩) সরিষাবাড়ী থানায় যোগাযোগ করলে সিনিয়র এস.আই আশরাফুল ইসলাম ও পুলিশ কনস্টবল মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থানে গিয়ে মৃত মলিলা লাশ পোস্ট মর্টেমের জন্য সরিষাবাড়ী থানায় নিয়ে আসেন।