‘মুজিব বর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের উদ্যোগে অদ্য ২৪ জুলাই শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ সম্পাদক, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সাইফুল আলম লিমন এর নির্দেশনায় কলেজিয়েট স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের সভাপতি সোয়াদ সরওয়ারের সভাপতিত্বে চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
উক্ত বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা শরীফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা আরিফ আহমেদ, চবি ছাত্রলীগ নেতা নাফি রহমান, মহানগর ছাত্রলীগ নেতা এবিএস বাবর, জুনাইন আহমেদ। উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন কলেজিয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ সাবা ইসলাম, সহ-সভাপতি মাহমুদুল হাসান অয়ন, পরিবেশ বিষয়ক সম্পাদক রুদ্রু নাথ, অভিষেক, মুরসালিন, সাদাত, আবিদ, জুনায়েদ, পৃথ্বিরাজ, নাইমুর, মানিক,
তাফিম, ওনিক, ইশফাক, আবরার সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগ সভাপতি সোয়াদ সরওয়ার বলেন, মুজিববর্ষের তিন মাস ব্যাপী এই কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশনায় আজকে আমরা ক্যাম্পাসে ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করেছি। আশা করি বাংলাদেশ ছাত্রলীগের ১ কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচী সফল হবে। উল্লেখ্য যে, মুজিববর্ষের নানামুখী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি বৃক্ষরোপন কর্মসূচীর এই উদ্দ্যোগ গ্রহণ করেন।