হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সবুজ বিপ্লব বাস্তবায়নের লক্ষে ১ কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে ২৭ জুলাই ২০ সকাল ১১টায় ববাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পাহাড়তলী বিভাগীয় কার্যালয় প্রঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রদান অতিথির বক্ত্যে চট্টগ্রাম সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেন বিশ্ব ব্যাপী মহামারী করোনা ভাইরাস প্রমাণ করে দিয়েছে মানব জীবন ধারনের লক্ষে ও জীবন বাচাতে অক্সিজেনের বিকল্প নেই।
অক্সিজেনের অভাবে ও চিকিৎসা অবহেলায় অনেকেই পৃথিবীর মায়া ছেড়ে চলেগেছেন। আর এই অক্সিজেন তৈরীতে বৃক্ষরাজির অবদান অপরিসীম। তাই ১টি বৃক্ষ কাটার আগে ৩টি বৃক্ষরোপন করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। বৃক্ষ পরিবেশ রক্ষার্থে বাড়ির আশে-পাশে ও পরিত্যক্ত জায়গায় বেশি বেশি বৃক্ষরোপন করে এর পরিচর্যা করতে পারলে মানব জীবন উপকৃত হবে। রেল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সাদেকুর রহমান, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ,
১৫নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দীন, ৯, ১০ ও ১৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, ১৪নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম মাসুম, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হান্নান হীরা সহ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিভিন্ন শাখার সভাপতি সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়।