রোটারী ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল কতৃক ধলই হাটহাজারি করোনা আইসোলেশন সেন্টারে মাক্স, সেনিটাইজার, ঔষধ ও ব্লিচিং পাউডার হস্তান্তর করা হয়। উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট মো: আবদুর রাজ্জাক, প্রেসিডেন্ট ইলেক্ট সাইফুল আলম শিমুল ও আইসোলেশন সেন্টারের টিমের প্রধান বদরুল আলম চৌধুরী ও আলী আবরা দুলাল, ব্যারিস্টার বদরুল, হেলাল মাসুদ মজুমদার, তুষার, আজীম উল্লাহ, জসিম উদ্দিন জিকু, সহ তাঁর টিমের সেচ্ছাসেবী উপস্থিত ছিলেন রোটারীর মো: আবদুর রাজ্জাক বলেন,
রোটারিয়ানরা ঘরে বসে নেই এই করোনাকালে গ্রাম কিংবা শহর সব জায়গায় সাধ্য মতো মনব কল্যাণে কাজ করছে নিজেদের অর্থ ও শ্রম দিয়ে ধলই করোনা আইসোলেশন সেন্টারর উদ্যাক্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রোটারী ক্লাব চিটাগাং সেন্ট্রাল কে কিছু ঔষধ, ২০০০ মাক্স, সেনিটাইজার ও ব্লিচিং পাউডার দিয়ে সহযোগিতা করার সুযোগ করে দেয়ার জন্য সব সময় মনবতার কল্যাণে কাজ করার আশ্বাস দেন।