
সীমানা সঙ্ক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন পর নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৩ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকে।
২১ অক্টোবর রোজ রবিবার নির্বাচন কমিশনের দেওয়া তারিখে এই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে,নীলফামারী জেলার ডিমলা উপজেলার কিছু অংশ ভারতের আওতায় থাকার পর ছিটমহল চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্য ছিট মহল বিনিময় হয় ২০১৫ সালে যার ফলস্রুতিতে ডিমলা উপজেলার ৩টি ইউনিয়ন তথা টেপাখড়িবাড়ি,গয়াখড়িবাড়ি,চর খগাখড়িবাড়ী ইউনিয়নয়ে ইউপি নির্বাচন স্থগিত রাখে নির্বাচন কমিশন,এ বিষয়ে উক্ত ইউনিয়ন এর জনপ্রতিনিধি মামলা দায়ের করেন এবং দীর্ঘদিন মামলা চলার পর আদালতের রায় অনুযায়ী ২১ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করে তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচন উপলক্ষে ব্যপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছিল ৩ ইউনিয়ন এর জনসাধারনের মাঝে। স্থানীয় নির্বাচন প্রতিক এ অনুষ্ঠিত হওয়ার কারনে উদ্দীপনার পরিমান টা বেশি উপলব্ধি করা যায় সাধারন ভোটার এবং সমর্থকদের মাঝে।
উক্ত ৩ টি ইউনিয়নের নির্বাচন মাঠ পর্যবেক্ষণ করে সবচেয়ে বেশি উৎসাহ উদ্দীপনা দেখা যায় টেপাখড়িবাড়ী ইউনিয়ন এর ভোটারদের মাঋে,অবহেলিত চরাঞ্চল হওয়ার দরুন সাধারন ভোটারদের প্রাপ্য সুযোগ সুবিধা না পাওয়ার দরুন এই নির্বাচন ফলপ্রসূ ভুমিকা রাখবে বলে মনে করেন উক্ত ইউনিয়নের সুশিল সমাজ এর নেতৃবৃন্দ,টেপাখড়িবাড়ী ইউনিয়নে ভোটার সংখা ১২৯৭৭টি,এই ইউনিয়নে চেয়ারম্যান পদে পার্থী ২ জন,টেপাখড়িবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন লড়ছেন সতন্ত্রভাবে আনারস মার্কা নিয়ে এবং চরখড়িবাড়ীর সন্তান ময়নুল হক লড়ছেন নৌকা মার্কায়।
নির্বাচনের মাঠ পর্যবেক্ষণ করে দেখা গেছে তরুন জনপ্রতিনিধি ময়নুল হকের ব্যপক জনপ্রিয়তা রয়েছে টেপাখড়িবাড়ী ইউনিয়নের আনাচে কানাচে,তার এই ব্যপক জনপ্রিয়তার কারন জানতে চাইলে টেপাখড়িবাড়ীর তরুন ভোটার মোঃ ইয়ামিন হোসেন সাবু জানান তিস্তা নদীতে বালুর বাধ নির্মান করে শতশত বিঘা আবাদীজমি বাছিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ময়নুল হক,এলাকার সাধারন মানুষের সুখে দুঃখে পাশে দাড়িয়ে সু সম্পর্ক তৈরী করে নিয়েছেন তিনি,অবহেলিত চর অঞল বাসীর উন্নয়ন বাস্তবায়নের স্বপ্ন তিস্তা এস্পার বাধ নির্মান করে স্বপ্নকে বাস্তবে রুপ দিয়েছেন,তিনি আরো জানান সাধারন জনগন উন্নয়নের এই ধারা অব্যহত রাখতে চাইলে অব্যশই ময়নুল হক কে নৌকা মার্কায় ভোট দিবে এবং বিপুল ভোটে নৌকা বিজয়ী হবে।
ভোটের সার্বিক পরিস্থিতি জানতে চাইলে নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী ময়নুল হক জানান টেপাখড়িবাড়ী ইউনিয়নের সাধারণ জনগন ব্যপক উৎসাহ নিয়ে ভোট প্রদান করছেন,তিনি আরো জানান জনগন উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখার প্রয়াসে অব্যশই নৌকায় ভোট দিবে এবং শতভাগ আশাবাদী তিনি বিজয়ী হবেন।
ঈশাত জামান মুন্না,
লালমনিরহাট জেলা প্রতিনিধি: