নিজস্ব প্রতিবেদক। অজানা বাংলাদেশ।
ঈশাত জামান মুন্না | লালমনিরহাট জেলা প্রতিনিধি:লালমনিরহাট জেলা পুলিশ সুপার এর নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১০ কেজি গাঁজাসহ ২ ভাইকে আটক করেছে হাতিবান্ধা থানা পুলিশ।
গত শনিবার রাতে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের সতীর ব্রীজ এলাকা থেকে তাদের আটক করেন।
দশ কেজি গাজা সহ আটক দুই ভাই। ছবি:মুন্না
আটককৃতরা হলেন, উপজেলার সিঙ্গিমারী গ্রামের নজরুল ইসলামের পুত্র সাবু মিয়া (২০) ও শাহীন আলম (১৮)।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে হাতীবান্ধা থানার এসআই মোঃ নুর আলম সরকার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের সতীর ব্রীজ এলাকায় অভিযান চালায়। এসময় ১০ কেজি ভারতীয় গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।