জনপ্রিয় নিউজ পোর্টাল অজানা বাংলাদেশের উপ-বার্তা সম্পাদক ও জয়-পুতুল রাজনৈতিক দর্শন চর্চা চট্টগ্রাম মহানগরের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং জনপ্রিয় জব পোর্টাল চাকরি খুঁজুন.কম এর প্রতিষ্ঠাতা জনাব আল ওমায়ের (সাকিব) দেশবাসী ও সকল সংবাদকর্মীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি আরো বলেন…রাত পোহালেই আগামীকাল পবিত্র ঈদুল আজহা। কাল সারাদেশে পশু কোরবানি দিবে দেশের মানুষ।কিন্তু আমরা অনেকে এই পবিত্র দিনটিকে অপবিত্র করে ফেলি প্রতিযোগিতার মাধ্যমে।অনেকে আছে কোরবানীর পশুটিকে নিয়ে প্রতিযোগিতা করে। কিন্তু তারা জানেনা এই পশুটি শুধুমাত্র প্রতীকী, আসল কোরবানি হবে তখন যখন মনের মধ্যে লুকিয়ে থাকা নরক পশুটাকে ত্যাগ দেওয়ার মধ্যে।
একটি দেশের জাতীয় সংগীত যেমন প্রতীকী হিসেবে কাজ করে ঠিক তেমনি পশু কোরবানি ও প্রতীকী হিসেবে কাজ করে ঈদুল আজহার দিন।মনের নরক পশু বলতে আমি বলতে চাচ্ছি মনের মধ্যে লুকিয়ে থাকা হিংসা, লোভ, লালসা, অহংকার, এসব কে বুঝাচ্ছি। এসব ত্যাগ দিলে কোরবানের পবিত্রতা বজায় থাকবে। আসুন আমরা প্রতিযোগীতার মাধ্যমে নয় মনের মধ্যে লুকিয়ে থাকা পশুটাকে ত্যাগের মাধ্যমে কোরবানি দিই এবং পবিত্র ঈদুল আজহার পবিত্রতা বজায় রাখি। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।