
দর্শনা প্রতিনিধি,,
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের গ্রামঃ নাস্তিপুর গ্রামের মোঃ শফিকুল ইসলাম (শফি) ৪ নাম্বার ছেলে তিনি ছিলেন C I D অফিসার মোঃ জিয়াউর রহমান (জিয়া) গত কাল বৃহস্পতিবার ৬ জুলাই আনুমানিক বেলা ০২:৫০ ঘটিকার সময় তিনার মৃত্য হয়। CID হেডঅফিস ঢাকা হতে মোটরসাইকেল যোগে বের হয়ে এয়ারপোর্টের সামনের রাস্তায় মুখোমুখি বাসের সঙ্গে সংঘর্ষ হয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। তিনার ১ টা মেয়ে সন্তান ও আছে। এই মৃতুত্যে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।