প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস এর থাবা থেকে বাঁচতে পারেনি বিশ্বের যে পাঁচটি প্রভাবশালী দেশ।পাঁচ নাম্বার বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত দেশটি মৃত্যুর দিক দিয়ে বিশ্বের ৫ নম্বর স্থান অর্জন করেছেন। ভারতে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ২১৬ জন, আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দেশটিতে ২৩ লাখ ৩২ হাজার ৯০৮ জন, সুস্থ হয়ে উঠেছেন ১৬ লক্ষ ৪০ হাজার ৩৬২ জন।৪ নম্বরে রয়েছে যুক্তরাজ্য দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৬২৮ জন, আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৩ হাজার ৪৮৩ জন, সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩৪৪ জন মাত্র।
এবার তিন নম্বর স্থানে রয়েছে, মেক্সিকো দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫৩ হাজার ৯২৯ জন, মেক্সিকো দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ৯২ হাজার ৫২২ জন, তবে সুস্থ হয়ে ওঠা রোগের সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ৮০০ জন।২ নাম্বারে রয়েছে ব্রাজিল বিশ্বের নামকরা ফুটবল খেলার দেশ ব্রাজিলে এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে,করোনাভাইরাসের কারণে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩ হাজার ৯৯ জনে, আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষ ১২ হাজার ৩৯৩ জন, সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ২২ লক্ষ ৪৩ হাজার ১২৪ জন।
করোনায় আক্রান্তের দেশ হিসেবে বিশ্বের এক নম্বর স্থানে রয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশে এ ভাইরাস যেন নিয়ন্ত্রণের বাইরে, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এক লক্ষ ৬৭ হাজার ৭৪৯ জন মার্কিন নাগরিক, দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫৩ লক্ষ ৫ হাজার ৯৫৭ জন,তবে সুস্থ হয়ে ওঠা রোগের সংখ্যা ২৭ লক্ষ ৫৫ হাজার ৬০৮ জন।
ডেস্ক নিউজ এবি টিভি…