গাউসিয়া কমিটি চন্দনাইশ বৈলতলী ইউনিয়ন শাখার উপদেষ্টা, আনজুমান-জামেয়ার খেদমতগার, আলহাজ্ব মাস্টার মুহাম্মদ আবুল কালাম আজাদ (রহ.) এর স্মরণ সভা ও দোয়া মাহফিল গত ১৮ আগস্ট মঙ্গলবার চন্দনাইশ পশ্চিম বৈলতলী বাগে সিরিকোটে গাউসিয়া কমিটি দুবাই ইন্টারন্যাশনাল সিটির সভাপতি আলহাজ্ব ফারুক বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ ইয়াকুব, পশ্চিম বৈলতলী পূর্ব পাড়া বাইতুল আকদস জামে মসজিদের খতিব মাওলানা শাহ আলম আলকাদেরী,
গাউসিয়া কমিটি বৈলতলী ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা আবুল কাশেম, গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-প্রচার সম্পাদক মোঃ আলমগীর ইসলাম বঈদী, বৈলতলী ইউনিয়ন শাখার সহ-সভাপতি ডা. এম. এ আউয়াল, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ছাত্রসেনার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মারুফ রেজা, মোঃ সাজ্জাদ হোসেন, আব্দুর শুক্কুর, এনাম, নাঈম ভূইয়া, রহিম, মামুন, মাসুদ, তৌহিদ এমরান, আব্দুর রহিম জিল্লু, আবু বক্কর সিদ্দিক, আরিফুল ইসলাম, মোঃ আব্দুল আউয়াল প্রমুখ। উল্লেখ্য যে, মাস্টার আবুল কালাম আজাদ (রহ.) মসজিদ মাদ্রাসা ও তরিকত তথা সিটিকোট দরবার শরীফের খেদমতে নিজের জীবন উৎসর্গ করেছেন।