আজ ২২ আগস্ট সকাল ১০ টায় মোমিন রোডস্থ মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের উদ্যোগে বর্ষাসাটিকা চীবরদান ও বিহার পরিচালনা ও উন্নয়ন কমিটির সহ-সভাপতি জয়ন্ত বড়–য়া বাবলু সহ বৈশ্বিক মহামারীতে কালগত জ্ঞাতিগণের পারলৌকিক মঙ্গলকামনার্থে পূর্ণদান অনুষ্ঠান বিহার অধ্যক্ষ ভদন্ত বজিরানন্দ মহাথের’র সভাপতিত্বে সূর্য্যসেন বড়–য়া শংকুর স ালনায় রাজীব বড়–য়া রাজুর প শীল প্রার্থনার মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
উক্ত ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালগঞ্জস্থ নবপ-িত বিহারের বিহারাধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথের। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত রতনান্দ থের, ভদন্ত সুমনান্দ থের, প্রজ্ঞানন্দ ভিক্ষু। উক্ত অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য প্রদান করেন জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়–য়া, বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা বিনয় ভূষণ বড়–য়া, স্বদেশ কুসুম চৌধুরী, বিহার পরিচালনা কমিটির সভাপতি অলক বড়–য়া বিটু, সহ-সভাপতি উত্তম কুমার বড়–য়া, প্রণবরাজ বড়–য়া, বিহার পরিচালনা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য তাপস কুমার বড়–য়া, প্রশান্ত কুমার বড়–য়া, প্রকৌশলী পলাশ বড়–য়া, রেবা বড়–য়া, জুয়েল বড়–য়া,
রেখা বড়–য়া, শুভ্র মনিয়াম বড়–য়া পাপ্পা, পরিতোষ বড়–য়া রানা, শুভ্র চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি বলেন, মা যেমন তার একমাত্র পুত্রকে নিজ জীবনের বিনিময়ে রক্ষা করেন, সেরূপ জগতের সকল প্রাণীর প্রতি অপ্রমেয় মৈত্রী পোষণ করুন। একমাত্র ভগবান বুদ্ধই আবিস্কার করেন মানুষের দুঃখ-মুক্তির অভ্রান্ত পথ জন্ম-জরা-ব্যাধি-মৃত্যুহীন পরম সুখ-শান্তিময় নির্বাণ। এই নির্বাণ বা বিমোক্ষ লাভের উদ্দেশ্যে মহাজ্ঞানী বুদ্ধ প্রবর্তন করলেন দু’অন্ত বর্জিত মধ্যম পন্থা সেখানে থাকবে না ভোগ লালসার তৃপ্তি সাধন, থাকবেনা কঠোর তপশ্চর্যা বা কৃচ্ছ সাধন। এ সবই হল বুদ্ধগণের অনুশাসন। বৈশ্বিক মহামারীতে কালগত জ্ঞাতীগণের উদ্দেশ্যে পুণ্যদান করা হয়।