
দর্শনা প্রতিনিধি,,
মাদক কে না বলুন এই স্লোগান সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা ০৫ নং পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাচার জন্য স্বাস্থ্য বিধি মেনে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ২৩ আগস্ট সকাল ১১ টার সময় ০৫ নং পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন পরিষদের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। অত্র ইউনিয়নের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলমের সভাপতিত্বে সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দর্শনা থানার উপ পরিদর্শক জনাব মোঃ শফিকুর রহমান সহ উপ পরিদর্শক মোঃ মারুফ হোসেন।
এ সময় এলাকার সাধারন মানুষের মধ্যে, মাদক কারবারীদের ধরিয়ে দিতে এবং আইন শৃংখলা বাহিনীকে সহায়তা করা। বাল্য বিবাহের বিরুদ্ধে সোচ্চার থাকার সিদ্ধান্ত গ্রহণ করা সহ বিভিন্ন বিষয় দিকনির্দেশনা মুলক বক্তব্য তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি জনাব মোঃ মুন্তাজ হোসেন। সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক, মুক্তিযোদ্ধা কামান্ডার জনাব মোঃ তমছের আলী, ও ইউ পি সচিব মোঃ হারুন-অর রশীদসহ ইউনিয়নের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। সামনে রেখে মাসিক সভা উনষ্ঠিত হয়েছে।