
ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির। রোববার সুনামগঞ্জ জেলা প্রশাসকের হলরুমে বার্ষিক রাজস্ব সম্মেলনে তাকে এ ঘোষণায় ঘোষিত করে পুরস্কার ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। উচ্ছেদ অভিযান, রাজস্বখাত, ভূমি সেবা, কৃষিঋণসহ বিভিন্ন কর্মকান্ডে অবদান রাখায় তিনি জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হন।
জানা যায়, প্রতি অর্থবছরে এ পুরস্কারের জন্য পেশাগত দক্ষতা, সততার নিদর্শন, কর্তব্যনিষ্ঠা, সেবা প্রদান, নেতৃত্ব প্রদান, উদ্ভাবনী চর্চা, সেবা প্রদানে তথ্য প্রযুক্তি ব্যবহার ইত্যাদি সূচক বিবেচনা করা হয়। এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির দক্ষতার সাথে কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি এখানে যোগদানের পর থেকে অত্যন্ত দক্ষতার সাথে প্রতিটি কার্যক্রমে সফলতা পেয়েছেন। তার প্রতিটি কার্যক্রম বিভিন্ন পত্রিকায় স্থান পেয়েছে।
এ বিষয়ে, মো. গোলাম কবির জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীলসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা অর্জন সম্ভব হয়েছে। যে কোন স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে আরও বাড়িয়ে দেয়। জেলার শ্রেষ্ঠত্ব এ অর্জনে ছাতকের জনগণও অংশিদার রয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে শুধু নয়, এর বাইরেও একজন সাধারণ মানুষ হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করেন। কর্মস্থল ছেড়ে চলে গেলেও ভাল কাজের জন্য মানুষ যাতে তাকে মনে রাখে সে চিন্তা-চেতনা নিয়েই তিনি এখানে কাজ করে যাচ্ছেন।