নিউজ ডেস্কঃ
বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর পিএস মোস্তাফিজুর রহমান রাসেলসহ চারজনকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মানববন্ধনে হামলার ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ।আজ সোমবার (২৪ আগষ্ট) হামলার ঘটনার পর চট্টগ্রাম প্রেস ক্লাব ও কোতোয়ালী মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।আটককৃতরা হলেন, সাংসদের পিএস মোস্তাফিজুর রহমান রাসেল, আবুল কালাম, এনামুল হক,
মিজানুর রহমান।কোতোয়ালি থানার ডিউটি অফিসার (উপ-পরিদর্শক) আফরোজা চৌধুরী সিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।প্রয়াত মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফের রাষ্ট্রীয় সম্মান না জানানো এবং বাঁশখালীতে মুক্তিযুদ্ধ হয়নি দাবি করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে মুকিযোদ্ধাও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা। এতে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারীদের হামলায় সাংবাদিকসহ আহত হন বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মী।