নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় খুন হয়েছে মা ও ছেলে।সোমবার (২৪ আগস্ট) রাতে পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন – গুলনাহার বেগম (৩৩) ও তার ছেলে রিফাত (৯)।গলায় আঘাত করে মা ছেলেকে খুন করা হয়েছে বলে পুলিশ জানায়। ঘটনাস্থলে পুলিশ পৌছেছে।চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন পুরাতন চান্দগাও থানার কাছে রমজান আলীর সেরেস্তাদারের বাড়ি এলাকায় মা ও ছেলে খুন হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।