
ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পীকার মুহিবুর রহমান মানিক বলেছেন, যেসব উন্নয়নের কথা আগে মানুষ চিন্তা করতোনা এসব উন্নয়ন শেখ হাসিনা সরকারের মাধ্যমে সম্ভব হয়েছে। শহরে ছিলো বিদ্যুৎ এখন প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন এনেছে এ সরকার। আগে শিক্ষার্থীরা স্কুলে অনিহা প্রকাশ করতো আর এখন সবাই স্কুলমুখী হয়েছে। কারন শিক্ষাপ্রতিষ্ঠানের নান্দনিক ভবন, ছেলেমেয়েদের খেলাধুলাসহ সব ধরনের ব্যবস্থা এখন রয়েছে প্রতিষ্ঠানে।
জানুয়ারির প্রথম তারিখেই বই হাতে পেয়ে শিক্ষার্থীরা লেখাপড়ায় আগ্রহী হচ্ছে। শেখ হাসিনা সরকারের সময়েই এদেশে এবং আমাদের অঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিয়ন কমপ্লেক্সের নান্দনিক ভবন নির্মিত হচ্ছে। এ দেশ ও জাতি এখন আর পিছিয়ে নেই।বৃহস্পতিবার সকালে দেড় কোটি টাকা ব্যয়ে নবনির্মিত জাউয়াবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।
ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেনের সভাপতিত্বে এবং প্রভাষক নাজমুল হোসেন ও আওয়ামীলীগ নেতা আফজাল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথিত বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস শীল, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।
বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন,সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন, সিংচাপইড় ইউপি চেয়ারম্যান মোজাদি আলী, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুর রহমান, মুক্তিযোদ্ধা মহেন্দ্র কুমার বিশ্বাস, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম, আখলুছ মিয়া, আওয়ামীলীগ নেতা সৈয়দুল ইসলাম, কানাডা প্রবাসী আমজাদ আলী, জেলা ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন প্রমুখ।