চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকার বাস টার্মিনাল রোডস্থ রুপালি আবাসিক এলাকার পাশে ‘রেডিসন লেডিস জিম এন্ড ইয়োগা সেন্টার’ নামে একটি অত্যাধুনিক জিম সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়।গত ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ফিতা ও কেক কেটে উক্ত প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন যৌথ স্বত্ত্বাধিকারী যথাক্রমে শারমিন রুনা ও রোখসানা আক্তার। এ সময় চট্টগ্রাম নগরীর বিভিন্ন শ্রেণীর নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।নগরীর নামকরা ট্রেইনার দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শারমিন বলেন,
চট্টগ্রাম নগরীতে অনেক লেডিস জিম ও ইগোগা সেন্টার আছে কিন্তু নেই আধুনিক যন্ত্রপাতি, ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ ট্রেইনার ও সুন্দর পরিবেশ, তাই ব্যায়ামের ক্ষেত্রে নারীদের নানা ধরনের জটিলতা দেখা দেয়, আমরা এই সব বিষয় মাথায় রেখে সব ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন জিম সেন্টারটি চালু করেছি। আমি মনে করি, মেয়েদের কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা, কাজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমাদের মেয়র মহোদয়,
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে বিশেষভাবে নজর দিতে হবে।প্রতিষ্ঠানটির আরেক স্বত্ত্বাধিকারী রোখসানা বলেন, নারী বা পুরুষের জন্য ব্যায়াম অত্যন্ত ও বাধ্যতামূলক একটি বিষয়। সর্বত্র পুরুষের ব্যাপক জিম ও ইয়োগা সেন্টার থাকলেও নারীদের জন্য তেমন কোন জিম সেন্টার নেই। তাই নারীদের জন্য আমরা সুন্দর পরিবেশবান্ধব ও সূলভ মূল্যের একটি জিম সেন্টার তৈরি করা চেষ্টা করেছি। আশা করি, আমাদের সেবায় সকল নারী ও নারী উদ্যোক্তারা বিমোহিত হবেন।
√ব্যায়াম ও মূল্যসমূহ-
ফ্রী হ্যান্ড+মেশিনারিজ+এরোবিক্স=মাসিক ফি ১২০০ টাকা। ভর্তি ফি ২০০০ টাকা(সপ্তাহে ৫দিন)।
ফ্রী হ্যান্ড+মেশিনারিজ+ইয়োগা= মাসিক ১২০০ টাকা। ভর্তি ফি ২০০০ টাকা।(সপ্তাহে ৫দিন)।
ফ্রী হ্যান্ড+মেশিনারিজ= মাসিক ৮০০ টাকা। ভর্তি ফি ১৫০০ টাকা।(সপ্তাহে ৫দিন)।
ইয়োগা+এরোবিক্স=মাসিক ১০০০ টাকা। ভর্তি ফি ১০০০ টাকা।(সপ্তাহে ৫দিন)।
Address and contact-Siddiq Mansion, Bahaddarhat, Bus Terminal Link Road, Chittagong.
Contact: 01873-093134/01826-514759.Radisson Ladies Gym and Yoga Centre.