ঝিনাইদহের মহেশপুরে বুধবার সকালে সস্তার বাওড়,পোড়াপাড়ার বাওড়সহ ৪টি জলাশয়ে রুই জাতীয় এক হাজার কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ফজলুল রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন জানান, নিরাপদ মাছে ভরবো দেশ,মুজিব বর্ষের বাংলাদেশ এ শ্লোগান নিয়ে ২০২০-২০২১ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় সস্তার বাওড়,পোড়াপাড়ার বাওড়,জলুলীর বিল ও পেতুয়ার বিলে রুই জাতীয় এক হাজার কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি;