বিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী বলেন, এদেশে ইসলাম এসেছে আওলিয়া কেরামের মাধ্যমে। ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে আওলিয়া কেরামের পথ অনুসরণ করতে হবে। এর মধ্যে প্রকৃতপক্ষে যুবসমাজ মুক্তি পেতে পারে। শান্তি ও সহমর্মিতার ধর্ম ইসলামের শাশ্বত দর্শন প্রচার প্রসারে হযরত জিল্লুর রহমান আলী শাহ্ (রহ.) যুগপৎভাবে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন বলে তিনি মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, ইসলামী সত্যিকারের তাহযিব তামাদ্দুন প্রতিষ্ঠা,
মানুষকে নৈতিকতা, কল্যানকামিতা ও খোদাভীরুতার পথে পরিচালিত করতে এ মহান মনীষী আজন্ম কাজ করেছেন। কর্ম ও অবদানের মাঝে সবসময় শান্তিপ্রিয় মানুষের হৃদয়ে চির ভাস্বর হয়ে থাকবেন তিনি। বিএম ফাউন্ডেশনের আয়োজনে ২৭ সেপ্টেম্বর বিকালে রাঙ্গুনীয়া বেতাগীয়া দরবার শরীফে প্রখ্যাত ওলিয়েকামেল হযরত জিল্লুর রহমান আলী শাহ্ (রহ.) এর মাযার যিয়ারতকালে তিনি এসব কথা বলেন।
বিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর নেতৃত্বে যিয়ারতে অংশগ্রহণ করেন বিএম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসিচব মুহাম্মদ জাহেদুল আলম, সাংগঠনিক সচিব মুহাম্মদ নূর উন নঈম রিমন, সদস্য মুহাম্মদ জাফর, মুহাম্মদ নুরুল আবছার মুন্না, মুহাম্মদ আকাশ, মুহাম্মদ মিজান প্রমুখ। যিয়ারত শেষে মিলাদ কিয়াম ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় দোয়ার মধ্য দিয়ে সমাপ্তি হয়।