![](https://ajanabangladesh.com/wp-content/uploads/2022/03/life2.gif)
সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার বিকালে শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. গোলাম কবির। অভিযানে দু’ মোটর সাইকেল আরোহী হেলাল আহমদ ও খছরুজ্জামানের হেলমেট না থাকায় মোটরযান আইনে তাদের ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সরকারি রাস্তা পর্যন্ত বৃদ্ধি করায় সাদ্দাম হোসেনকে দঃবিঃ আইনে ১৮৬০-১৮৩ ধারায় ৫শ টাকা জরিমানা করা হয়।
জনসম্মুকে ধুমপানের জন্য ৫জন কে ধুমপান আইনে ৯শ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে এলপি গ্যাস বিক্রির একটি দোকানে সেফটি না থাকায় পেট্রোলিয়াম আইনে ১হাজার টাকা ও ছাতক পাবলিক খেয়া ঘাটে ভাড়ার চার্ট না থাকায় খেয়া আইনে ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।
ছাতক প্রতিনিধি::