অদ্য ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় নগরীর বৌদ্ধ মন্দির চত্বরে বিশ্বের বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা পালন করার লক্ষ্যে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদ্যাপন পরিষদের উদ্যোগে বৌদ্ধ যুব ও ছাত্র সংগঠনের সমন্বয়ে ফানুস উত্তোলন উৎসবের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস.এম মেহেদী হাসান বি পি এম (বার) পি পি এম (বার) চট্টগ্রাম।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক স্বপন কুমার বড়–য়া। অনুষ্ঠান স ালনায় ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী মিথুন বড়–য়া। উক্ত ফানুস উত্তোলন উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির সহ-সভাপতি লায়ন আদর্শ কুমার বড়–য়া, এসি কোতোয়ালী নোবেল চাকমা, ওসি কোতোয়ালী মোঃ মহসিন, আওয়ামী লীগ নেতা টিংকু বড়–য়া, ববিতা বড়–য়া, যুবনেতা স্বরূপ বিকাশ বড়–য়া বিতান, সজীব বড়–য়া ডায়মন্ড, প্রণব রাজ বড়–য়া, রেবা বড়–য়া, অধ্যাপিকা ববি বড়–য়া,
প্রকৌশলী সুপন চৌধুরী, শপু বড়–য়া, পুলক বড়–য়া সহ বৌদ্ধ যুব ছাত্র সংগঠনের পক্ষে বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, সীবলী সংসদ চট্টগ্রাম, বাংলাদেশ কলেজ ইউনির্ভাসিটি বুড্ডিস্ট এসোসিয়েশন, মারমা যুব সমাজ, ত্রিরতœ সংঘ, ত্রিবেদী, সম্যক, কন্থক বুড্ডিস্ট ইউনিটি, নবজাগরণ, আর্যসংঘ, বৌদ্ধ ছায়াঙ্গণ, প্রচেষ্ঠা, নন্দন, মঙ্গল সংঘ, বুড্ডিস্ট ইয়ূথ ফ্রেন্ডশীপ গ্রুপ, সারিপুত্রসহ বিভিন্ন বৌদ্ধ যুব ছাত্র সংগঠন সমূহ ফানুস উত্তোলন উৎসবে অংশগ্রহণ করেন।
ফানুস উত্তোলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মা যেমন তার একমাত্র পুত্রকে নিজ জীবনের বিনিময়ে রক্ষা করেন, সেরূপ জগতের সকল প্রাণীর প্রতি অপ্রমেয় মৈত্রী পোষণ করুন। একমাত্র ভগবান বুদ্ধই আবিস্কার করেন মানুষের দুঃখ-মুক্তির অভ্রান্ত পথ জন্ম-জরা-ব্যাধি-মৃত্যুহীন পরম সুখ-শান্তিময় নির্বাণ। এই নির্বাণ বা বিমোক্ষ লাভের উদ্দেশ্যে মহাজ্ঞানী বুদ্ধ প্রবর্তন করলেন দু’অন্ত বর্জিত মধ্যম পন্থা সেখানে থাকবে না ভোগ লালসার তৃপ্তি সাধন, থাকবেনা কঠোর তপশ্চর্যা বা কৃচ্ছ সাধন।
এ সবই হল বুদ্ধগণের অনুশাসন। বৈশ্বিক মহামারীতে নিহতদের স্মরণে এ ফানুস উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষনা করছি। উক্ত ফানুস উত্তোলন উৎসবে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ.এম রেজাউল করিম চৌধুরী, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।