
বিশিষ্ট শিক্ষা গবেষক ও শিক্ষা চিন্তক শামসুদ্দিন শিশির বলেছেন, সভ্যতার ক্রমবিকাশ ও সমাজ বিনির্মাণে শিক্ষকের অবদান অনস্বীকার্য। শিক্ষক বাঁচলে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। ৫ অক্টোবর শিক্ষকদের এ দিবস রাষ্ট্রীয়ভাবে উদ্যাপন করা হলে শিক্ষকের মর্যাদা সুপ্রতিষ্ঠিত হবে। মুজিবর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হলে দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নয়ন হবে। বাংলাদেশের শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আ লিক শাখার বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নগরীর আন্দরকিল্লাস্থ শিক্ষক ভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ গোলামুর রহমান। দিবসের প্রতিপাদ্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রবীন শিক্ষক নেতা ও চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক প্রদীপ কানুনগো। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল মহাজনের স ালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক অ ল চৌধুরী, সহ-সভাপতি মোঃ আবদুর রশিদ, যুগ্ম সম্পাদক মোঃ আলতাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক সঞ্জীব কুমুম চৌধুরী,
সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, অর্থ সম্পাদক আবুল কালাম, দপ্তর সম্পাদক কৃষ্ণ শেখর দত্ত, সমাজ কল্যাণ সম্পাদক স্বপন চন্দ্র সাহা, সহ-সমাজকল্যাণ সম্পাদক মোঃ হানিফ, বিচিত্রা চৌধুরী, মনিকা সেন, শক্তি চৌধুরী, মহানগরীর সভাপতি নুরুল হক ছিদ্দিকী, দক্ষিণ জেলার সভাপতি মোঃ ওসমান গণি, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস চক্রবর্ত্তী, মহানগরীর সহ-সভাপতি মোঃ মহসীন, তপন পালিত, ভানু রানী দে, মানস দাশগুপ্ত, মোঃ সবুর প্রমুখ।