ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাল্যবিবাহ পন্ড করলেন নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। শুক্রবার দুপুরে তিনি বাল্যবিবাহ নিরধ আইন ২০১৭ এর ৮ এর ধারায় চিথলীয়া পাড়ার বাল্যবিবাহের জন্য অপেক্ষারত কনের পিতা আজিজুর রহমান কে ১৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করেন, এছাড়াও তিনি কনের পিতা মাতা ও চাচার কাছ থেকে পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিবাহ না দেওয়ার শর্তে মুচলেকা আদায় করেন। জানা গেছে কনের পিতা চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গ উপজেলাতে তার মেয়ের বিবাহ ঠিক করেছিল শুক্রবার বিকালে বরযাত্রী আসার কথা ছিল।
ঝিনাইদহ প্রতিনিধি;