
অদ্য ১০ অক্টোবর চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের উদ্যোগে নগরীর মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় সংঘ নায়ক ভদন্ত বনশ্রী মহাথেরর সভাপতিত্বে, সূর্য্যসেন বড়ুয়া শঙ্কু ও রেবা বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। অষ্ট-উপকরণ দান, মহতী সংঘদান ও কঠিন চীবরদান অনুষ্ঠানে ভদন্ত জগৎজ্যোতি ভিক্ষু’র মঙ্গলাচরণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এতে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত ড. বিকিরণ প্রসাদ বড়–য়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্তভূষণ বড়–য়া। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কাতালগঞ্জস্থ নবপ-িত বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথের। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বজিরানন্দ মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বিপুলানন্দ মহাথের, ভদন্ত দীপানন্দ থের, ভদন্ত করুণানন্দ থের, ভদন্ত সংঘশ্রী থের, রতনান্দ ভিক্ষু। অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন বড়–য়া, চীবর দান উদ্যাপন কমিটির সভাপতি বিনয় ভূষণ বড়–য়া।
প্রধান সমন্বয়কারী স্বদেশ কুসুম চৌধুরী, প্রকৌশলী বিধান চন্দ্র বড়–য়া, বিহার পরিচালনা কমিটির সভাপতি অলক বড়–য়া বিটু, ভিপি উত্তম কুমার বড়–য়া, প্রণবরাজ বড়–য়া, তাপস কান্তি বড়–য়া, প্রকৌশলী পলাশ বড়–য়া, অসিম বড়–য়া, প্রসেনজিত বড়–য়া, সুভ্রমনিয়াম বড়–য়া পাপ্পা, চীবরদান উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আশীষ বড়–য়া জুয়েল। অনুষ্ঠানে প শীল প্রার্থনা করেন কুনাল কান্তি বড়–য়া। সংবর্ধিত ও প্রধান অতিথি ড. বিকিরণ প্রসাদ বড়–য়া ধর্মসভায় বলেন,
গৌতম বুদ্ধের জীবনের অন্যতম ঐতিহাসিক কীর্তি হলো ভিক্ষুসংঘ প্রতিষ্ঠা। কঠিন চীবর দানানুষ্ঠানে ভিক্ষুসংঘ গৃহীসমাজ একত্রিত হওয়ার যে প্রত্যয় নিয়ে ধর্ম দেশনা শ্রবণ করতে অনুষ্ঠানে যোগদান করেন এবং এরকম ধর্ম সভায় সংঘ সদস্যরা সম্মানিত হলে আমরা আনন্দভোগ করি। যা ভিক্ষুদের প্রাণীত করে এবং অধিকতর প্রত্যেয়ে বহুজন হিতায়, বহুজন সুখায়, আদর্শে উজ্জীবিত হয়ে নিজেদের অধিকতর প্রত্যয়ে উৎসর্গ করেন।
প্রধান বক্তা বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সুযোগ্য ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়–য়া বলেন, বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকল মানুষের কল্যাণ, সকল ধর্মের সমান অধিকার ও মর্যাদাকে তিনি রাষ্ট্র পরিচালনার নীতির সাথে গ্রহণ করেছেন। বাংলাদেশে প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান আজ সামাজিক সম্প্রীতির অনুষ্ঠানে পরিণত হয়েছে। দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের উন্নয়ন কল্পে আমার অংশগ্রহণ অটুট থাকবে। উক্ত দানানুষ্ঠানে রাষ্ট্রীয় একুশে পদকে ভূষিত হওয়ায় ড. বিকিরণ বড়–য়াকে ভিক্ষু মহাসভায় মহাসংঘ নায়কে প্রতিষ্ঠিত হওয়ার ভদন্ত বনশ্রী মহাথেরকে এবং সার্বজনীন বৌদ্ধ বিহারের উপাসিকা মঞ্জুশ্রী বড়–য়াকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়।