আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাতকের খুরমা (দক্ষিণ) ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী খুরমা (দক্ষিণ) ইউনিয়ন আওয়ামীলিগের সহ সভাপতি, নোয়াগাঁও সেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু বকর ছিদ্দীক এলকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন।গত রবিবার রাত ৯ঘঠিকায় কুম্বায়ন (গুড়াদেও) গ্রামবাসীর সাথে মতবিনিময়কালে এলাকাবাসীর সমর্থন কামনা করে তিনি বলেন, আমি আপনাদের ভাই-বন্ধু, সন্তান। উন্নয়নশীল মনমানসিকতার দ্বারা “পরিবর্তনের অঙ্গীকার নিয়ে,
একটি মডেল ইউনিয়ন গড়ার লক্ষে” সততা এবং ভালবাসা দিয়ে ইউনিয়নবাসীর সেবা করতে চাই।এবং আমি আমার জীবনের বাকী সময়টুকু আমি দক্ষিণ খুরমা ইউনিয়নবাসীর কল্যাণে উৎসর্গ করতে চাই। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো-ইনশাল্লাহ।মতবিনিময় সভায় বিশিষ্ট মুরুব্বী জাহির উদ্দীন তেরাব অালীর সভাপতিত্বে ও সাবেক মেম্বার শামীম আলম নোমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হাজী সমছু মিয়া, ডাক্তার আব্দুর রশিদ,
আব্দুল মুকিত, আখলু মিয়া, মাসুক মিয়া, আজম আলী, এলখাছুর রহমান, আব্দুর রহমান, আতাউর রহমান, মবশ্বির আলী, মাওঃ মোহাম্মদ আলী, ফারুক আলী, মকবুল আলী, নুরুল ইসলাম, সুজন মিয়া, আমির আলী, রসক আলী, জয়নাল আবেদীন, আব্দুল মন্নান, সুরুজ মিয়া।এসয় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বী আলা উদ্দীন, মাষ্টার আব্দুল করিম, আব্দুল কাহার, নজরুল ইসলাম, সুরুজ আলী, আরিবুর রহমান, মুজিবুর রহমান, খেলু মিয়া, আব্দুর রহমান, সাইকুল ইসলামসহ প্রমুখ।
আবু বকর ছিদ্দীক জানান, তিনি আসন্ন নির্বাচনে জয়যুক্ত হয়ে এলাকার অবহেলিত মানুষসহ সর্বস্তরের জনগনের সেবা করতে চান।ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংগঠিত করতে তিনি প্রতিনিয়ত সাধারণ মানুষের কাছে ছুটে চলেছেন ও দিনরাত ভোটারদের সঙ্গে মতবিনিময় করে যাচ্ছেন। ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ইউনিয়নের সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা কামনা করছেন।
ছাতক প্রতিনিধি::