
পুলিশ সুপার (এসপি পিবিআই চট্টগ্রাম) নাজমুল হাসান এর সাথে মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময় ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের দাবীতে স্মারকলিপি প্রদান পুলিশ সুপারের কার্যালয়ে আজ বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান সৌরভ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর, সহ-সভাপতি মোঃ আবুল কাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূরে আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল ওহাব, ডবলমুরিং থানা কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুর রব, সহসভাপতি খন্দকার কছির উদ্দিন,
সাংগঠনিক সম্পাদক মোখলেছার রহমান প্রমুখ। এসময় মানবাধিকার নেতৃবৃন্দ ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ঘোষিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একইসাথে ধর্ষণ সহ মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের দাবী জানান। পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও সুন্দর সমাজ বিনির্মানে মানবাধিকার কর্মী সহ সর্বসাধারণকে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে।