ঝিনাইদহে বিএডিসি ভেজাল বীজে হাজার হাজার টাকা ক্ষতীর সম্মুখীন কৃষকেরা। এঘটনায় দুশ্চিন্তায় কৃষকরা পড়েছে মহা বিপাকে। কৃষকরা বলছেন এবার তাদের ক্ষেতের জমির ধানে ফলন হবে অনেক কম। লোকসানের মাত্রা বেশি হবে। আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকরা মনে করেছিল এবার ধানে তাদের অনেক লাভ হবে। কিন্তু শেষ পর্যন্ত হতাশা জেগেছে তাদের মধ্যে। কোন ভাবেই এ হতাশা তাদের পুরনে হবে না। আর এ ভেজাল বিজের কারণে ঝিনাইদহ এলাকার কৃষকরা মার। মারাত্বক ভাবে ক্ষতিগ্রসাথ হচ্ছে।
কিনেছে এক জাতের ধান বীজ কিন্তু ধান হয়েছে অন্য জাতের। সরেজমিনে পরিদর্শণ করে দেখা যাই যে বিএডিসি থেকে একান্ন ধানের বীজ সংগ্রহ করে আবাদ করেন, সেখানে দেখা যাই ভেজাল ধান গাছ্। ঝিনাইদহ বিএডিসি বীজ উৎপাদন কেন্দ্রের সহকারী পরিচালকের কার্যালয়ের কর্মকর্তা জিল্লুর রহমান বলেন বীজ সংগ্রহের সময় মিসটেক হয়ে এই সমস্য হয়। এই সমস্য শুধু ঝিনাইদহে দেখা গেছে।
ঝিনাইদহ প্রতিনিধি;