ঝিনাইদহ কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল এলাকার দক্ষিণ পাশে মোঃ ছমির আলীর বাড়ীর সামনে ঝিনাইদহ র্যাব-৬ অভিযান চালিয়ে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। মোকসেদ আলী মন্ডল ওরফে কালু কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের আরব আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ৩৪ বোতল ফেীনসিডিল ১ টি মোবাইল ফোন এবং ২ টি সীম কার্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারার মামলা হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি;