আজ ৩০ অক্টোবর ২০২০ তারিখ আনুমানিক ০৭০০ ঘটিকার সময় কাপ্তাই উপজেলার ০৪ নং কাপ্তাই ইউপি এলাকাধীন ব্যাঙছড়ি মুসলিম পাড়া নামক স্থানের বনফুল রেস্টহাউজের সামনে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পাশে বিরলাল চাকমা-(৫৫)মৃতদেহ উদ্ধার করা হয়(পিতাঃ মৃত নলনী মোহন চাকমা, গ্রামঃ দেবাছড়া পাড়া, ডাক+থানাঃ সদর, জেলাঃ রাঙ্গামাটি) এর মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখান থেকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়।
ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে পুলিশের টহল দল আনুমানিক ০৯১০ ঘটিকার সময় উক্ত মৃত দেহের বাড়ীতে এসে লাশ উদ্ধার করে এবং পুলিশ উদ্ধারকৃত লাশটির সুরতহাল রিপোর্ট তৈরির পর আনুমানিক ১০৩০ ঘটিকার সময় থানা উদ্দেশ্যে নিয়ে যায়। ঘটনার বিবরণ সূত্রে প্রকাশ বর্ণিত ব্যক্তি পেশায় একজন বাঁশ দিয়ে চিংড়ি মাছ শিকার করার সরজ্ঞামাদি (চাই) তৈরী করে বিক্রয় করা। সে নিজ বাড়ি হতে সরজ্ঞামাদি বিক্রয়ের উদ্দেশ্যে কাপ্তাই নতুনবাজারের উদ্দেশ্যে গমন করছিল।
সূত্রে প্রকাশ লাশ পর্যবেক্ষনে দেখা গেছে যে, লাশের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায়। ধারণা করা হয় বর্ধিত ব্যক্তি মাছ শিকারের সরজ্ঞামাদি বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়ি হতে কাপ্তাই নতুনবাজার যাওয়ার সময় উক্ত স্থানে সড়ক দূর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।পড়ে পুলিশ বাহিনী বিরলা চাকমা বাড়িতে গিয়ে তাদের আত্নীয় স্বজন দের সাথে পরামর্শ করে বিরলা চাকমা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি পাঠানো হয়েছে বলে জানা যায়।