কুড়িগ্রাম :স্বাস্থ্য অধিদপ্তরের ফাইলেরিয়াসিস নির্মূল কর্মসূচীর আওতায় কুড়িগ্রামের চিলমারীতে অ্যাসেন্ড বাংলাদেশের আয়োজনে ও লেপ্রা-বাংলাদেশের সহযোগীতায় ফাইলেরিয়া রোগের প্রচার প্রচারনা ও সামাজিক আন্দোলন জোড়দারকরণ বিষয়ে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার এডবিøউ এম রায়হান শাহ,ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলামরী’র সভাপতি গোলাম মাহবুব,রমনা ইউপি চেয়ারম্যান আজগার আলী, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম, সমাজসেবা অফিসার লুৎফর রহমান প্রমুখ। সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় ফাইলেরিয়া রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ডা. মো. আশিফ জাহান অলিভ।
মোঃ নুর আলম ইসলাম (রাঙ্গা) চিলমারী,