
নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে ২০০ গজ উত্তর-পশ্চিমে গোলাপের দোকানের মোড়ে গত ৬ নভেম্বর, শুক্রবার জুম্মার নামাজের পর লুলু ইলেকট্রনিক্স সেন্টারের উদ্বোধন করা হয়। এতে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি মুহাম্মদ আবুল হোসেন।এ উপলক্ষে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের উপর ছিল বিশাল ডিসকাউন্ট অফার। লুলু ইলেকট্রনিক্স সেন্টারে ওয়ালটন, মার্সেল ব্র্যান্ডের পাশাপাশি তাদের নিজস্ব ব্রান্ডের মোড়ক উন্মোচন করা হয়।লুলু ইলেকট্রনিক্স সেন্টার এন্ড গিফট কর্ণার ও সুপার শপ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন,
মোহাম্মদ আবুল হোসেন সওদাগর, লুলু ডেইরি এন্ড এগ্রোর চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম, লুলু ট্রেড রিসোর্স লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ মুছা, লুলু ট্রেড রিসোর্সের এমডি মুহাম্মদ মুনসুরুল হাসান জিয়া।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লুলু ডেইরি এন্ড এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম, লুলু ট্রেড রিসোর্স লিমিটেড ও লুলু ইলেকট্রনিক্স সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ মুছা, লুলু ট্রেড রিসোর্স লিমিটেডের এমডি মুহাম্মদ মুনসুরুল হাসান জিয়া।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, লুলু কোম্পানির ব্র্যান্ড ইতোমধ্যে দেশের আনাচেকানাচে সাড়া ফেলেছে। দেশের মানুষের রুচি ও চাহিদা অনুযায়ী আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছি। এছাড়া এখানে ভোক্তারা আমাদের নিজেদের উৎপাদিত পণ্য ছাড়াও এখানে ওয়ালটন, মারসেল ইত্যাদি পণ্যের সার্ভিস পেয়ে থাকবেন।পরে লুলু ইলেকট্রনিকস এর চেয়ারম্যান সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে লুলু কোম্পানির ব্র্যান্ডকে যেন সারা বাংলাদেশে জনপ্রিয় পণ্য হিসেবে পরিচিতি লাভ করতে পারেন তার জন্য সবার ভালবাসা ও সহযোগিতা চেয়ে অনুষ্ঠানের পরিঃসমাপ্তি ঘোষণা করেন।