
চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি ::
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের রাস্তার অবস্থা প্রায় বেহাল দশা, যা চলার জন্য উপযুক্ত নয়। তবে হাঁটার ও চলার জন্য অন্যকোনো রাস্তার না থাকায় বাধ্য হয়ে কষ্ট ও ঝুকি নিয়ে রাস্তা চলাচল করতে হচ্ছে মানুষকে।প্রায় ইতি মধ্যে কিছু রাস্তার কাজ সংস্কার চলছে তবে কিছু কিছু রাস্তার কাজ বন্ধ আছে গুরুত্ব ও তদারকির অপেক্ষায়। আজ রমনা ইউনিয়নের সরকারপাড়া থেকে রমনা খামার পর্যন্ত কিছু দিন থেকে রাস্তার কাজ চলতেছে,
তবে আজ সেই রাস্তার পিচ করার জন্য রাখা হয়নি কোনো সাইন বোর্ড কিংবা গাড়ি ও জনগনকে সতর্ক করার জন্য তেমন কিছুই । তাই তো ভোগান্তীতে পড়তে হচ্ছে গাড়ি ওয়ালা ও সর্বস্তরের মানুষকে।একজন যাত্রী নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন আমরা এসব সমস্যা ও রাস্তার কাজে সাইন বোর্ড না দেওয়ার কথা বললে, তারা উল্টো যাত্রীদের উপর চড়া হয়ে পড়েন, তাদের এ ব্যবহারের জন্য এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষ আক্ষেপ প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক জন বলেন যেহেতু দিনের বেলায় মানুষ ও গাড়িঘোড়ার সরাগোম বেশি থাকে তাই রাতের বেলায় রাস্তার কাজ করা শ্রেয় তবে রাতে রাস্তার কাজের নামে রাস্তা পরিস্কার না করে রাস্তায় পিচ করে এতে করে ক্ষতি গ্রস্ত হচ্ছে এলাকাবাসী। আর এভাবে রাস্তার কাজ করলে রাস্তা বেশিদিন টেকশই দিবে না , আর এতে করে লাভবান হচ্ছেন টিকাদাররা আর অবহেলিত হচ্ছেন সর্বস্তরের জনগন। তাদের দাবী দিনে হোক বা রাতেই হোক যদি সাইন বোর্ড ও সঠিক ভাবে রাস্তার করা হয় তাহলে যাত্রীসহ এলাকাবাসী উপকৃত হবেন।