![](https://ajanabangladesh.com/wp-content/uploads/2022/03/life2.gif)
৭১’র পরাজিত দোসর’রা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যকে সামনে রেখে রাজনৈতিক কৌশলে মাঠে নামার অপচেষ্টা করছে তারা। ভাস্কর্য আগেও ছিল বাংলাদেশে, এটা কোন নতুন ঘটনা নয়। বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশেও ভাস্কর্য রয়েছে। ভাস্কর্য ও মূর্তি এক নয়। এতদিন বাবু নগরী ও মামনুল হক’রা কোথায় ছিলেন ভাস্কর্য নিয়ে কথা বলার। রাজনৈতিক কৌশল নিয়ে স্বাধীনতার দোসর’রা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলার দৃষ্টতা দেখিয়েছে আজ। এটি স্বাধীনতাকে অস্বীকার কথার সামিল।
যারা বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুর কর্মকাণ্ড জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে রেলওয়ে শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ একথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর রেলওয়ে স্কুল সংলগ্ন সড়কে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বঙ্গবন্ধু’র ভাস্কর্য নিয়ে কথা বলা মানে স্বাধীনতাকে অস্বীকার করা। কারা এখন বঙ্গবন্ধু’র ভাস্কর্য নিয়ে কথা বলছে, যারা ১৯৭১’র সালে মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল তারাই বঙ্গবন্ধু’র ভাস্কর্য নিয়ে কথা বলছে। তিনি সরকারকে কঠোর হস্তে বঙ্গবন্ধু’র ভাস্কর্য নিয় কথা বলার দৃষ্টাতাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ও সাধারণ সম্পাদক মোঃ কালিম শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন ১২নং সরাই পাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ রিদোয়ান ফারুক, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোঃ আবু সুফিয়ান,
মোঃ আব্দুল হালিম, মোঃ আব্দুল মোতালেব মুরাদ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ বেলাল, মোঃ আলাউদ্দিন আলী, মোঃ দিদার হোসেন, মোঃ আল আমিন, মোঃ জয়নাল আবেদীন বুস, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান, বাংলাদেশ অটো রিক্সা শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ফরাজী, কোষাধ্যক্ষ গাজী আবদুল্লাহ, কার্যকরী সদস্য জয়নাল শেখ, আলী আকবর প্রমুখ।