বিপন্ন মুসলিম সভ্যতার পুনর্জাগরণে বিশ্বমুসলমানকে এক কাতারে আসতে হবে। বিশ্বমুসলমান আজ বহুদলে বিভক্ত। বিশ্বমানবতার সেবক নবী মোস্তফার (দ.) আদর্শ থেকে আমরা অনেক দূর সরে এসেছি। তাই সভ্যতা বিনির্মাণের দিকে আমাদের কোনো ঝোঁক নেই। পৃথিবীজুড়ে মুসলিম নিপীড়ন বন্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জায়গা কেবল নবীপ্রেম ও ¯্রষ্টাপ্রেম। ইসলামের সূচনালগ্ন থেকে মুসলিমরা আত্ম-পরিশুদ্ধির চর্চা করে আসছে। ইমান-আমলে বিশুদ্ধতা আনতে আমাদের জন্য আত্ম-পরিশুদ্ধের চর্চা অবশ্য করণীয়। নবী মোস্তফা (দ.)-এর আদর্শে আদর্শিক হয়ে আমাদেরকে পৃথিবীতে ইনসাফ বাস্তবায়নের লড়াইয়ে নামতে হবে। ইসলামের নামে সংঘাত-সহিংসতা ও জঙ্গিবাদী তৎপরতা রুখে দেওয়া বর্তমান সময়ে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।
বক্তারা আরো বলেন, তরুণ প্রজন্ম আজ মাদকাসক্তি ও নেশাগ্রস্থে ডুবে আছে। এ অবক্ষয় প্রবণতা থেকে তরুণ প্রজন্মকে বাচাঁতে গাউছে পাক হযরত আব্দুর কাদের জিলানী (র.) এর মতো মনীষীর আদর্শের অনুসরণ চাই। আল্লামা বজলুর রহিম হাশেমী (রহ.) স্মৃতি সংসদ এর উদ্যোগে ১০ ডিসেম্বর বাদে মাগরিব হতে অক্সিজেন বটতলস্থ রহিমিয়া হাশেমীয়া দরবার শরীফে পবিত্র ফাতোহায়ে ইয়াজদাহুম, ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (রহ.) এবং আল্লামা বজলুর রহিম হাশেমী (রহ.) এর চন্দ্রবার্ষিকী ফাতেহা উপলক্ষে আজিমুশ্শান নূরানী মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের চেয়ারম্যান পীরে তরিক্বত আল্লামা কাযী মুহাম্মদ মোদাচ্ছের হাশেমী (মু.জি.আ) এর সভাপতিত্বে বাদে মাগরিব হতে বক্তব্য রাখেন সৈয়দ মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন আলকাদেরী, শাহ্জাদা মাওলানা কাযী মুহাম্মদ তোহা হাশেমী। উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা কাযী মোজাফফর আহমদ হাশেমী, কাযী মোতাহের হোসেন হাশেমী, মাওলানা মুহাম্মদ আইয়ুব আলী, মাওলানা মুনির উদ্দিন কাদেরী, মাওলানা নুরুল হক, হাফেজ মাওলানা মনছুর, মাওলানা আয়াজ হাসান, মাওলানা সৈয়দ নুর, মাওলানা শহীদুল ইসলাম,
শাহেদ হোসেন কন্ট্রাক্টর, মুহাম্মদ বজল সর্দার, মুহাম্মদ ইসহাক সর্দার, ফরিদ আহমেদ সওদাগর, মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ ঈসা, মুহাম্মদ মুসা, মুহাম্মদ জিয়াউর রহমান, মুহাম্মদ সোহেল, মুহাম্মদ হান্নান সরকার, মুহাম্মদ শাহাবুদ্দিন, মুহাম্মদ মুনায়েম মুনির উদ্দিন, মুহাম্মদ আবুল কালাম সওদাগর, মুহাম্মদ মাহবুবুল আলম, মুহাম্মদ মাহবুব মাস্টার, মুহাম্মদ ইয়াছির হাশেমী, মুহাম্মদ তানজিদ হাশেমী প্রমুখ।