
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি ও শ্রম আদালতের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ লোকমান হোসেন বলেছেন, রেলওয়ের নতুন নিয়োগবিধি ২০২০ অবিলম্বে বাতিল করে শ্রমিক বান্ধব নিয়োগ বিধি প্রণয়ন করে রেলওয়ের সকল স্তরে বেতন বৈষম্য দূর করে কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ মেয়াদী পদোন্নতি বাতিল সহ হয়রানীমূলক বদলি বন্ধ করে কর্মকর্তা কর্মচারীদের রেলওয়ের উন্নয়নে কর্মকর্তা কর্মচারীদেরকে দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য রেলওয়ে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে আরো বলেন,
৭১ এর পরাজিত পাক দোসররা এখনও পরাজয়ের পরিশোধ নিতে এখনও মরিয়া হয়ে আছে। বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের চেতনাকে বিনিষ্ট করার লক্ষ্যে এখনও সক্রিয় থেকে বঙ্গবন্ধুর প্রতি অবমাননা প্রদর্শন ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার মতো দু:সাহস করছে। তাই এ সকল অপশক্তিকে লালন করছে আমাদেরই কিছু কুলাংগার বাঙ্গালী। তাই সময় এসেছে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে। ২০২১ সালে স্বাধীনতার ৫০ বৎসর বিজয়ের সুবর্ণজয়ন্তী কে সামনে রেখে সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এক থাকতে হবে। বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিকলীগের উদ্যোগে রেলওয়ের নিয়োগবিধি বাতিল ও বঙ্গবন্ধুর ভাস্কর্য্য ভাঙার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় এ আহ্বান জানান।
এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অরুন কুমার দাশ, সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, অতিঃ সাধারন সম্পাদক গোকুল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মো. সাইফুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইমুম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান, আন্তর্জাতিক সম্পাদক শামীম সাহারিয়ার পাপ্পু, মহিলা বিষয়ক সম্পাদিকা জনাবা লুৎফা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান আহম্মেদ পলাশ, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল আলম সাজ্জী, সদস্য শফিকুল ইসলাম শফিক এবং এছাড়া বিভিন্ন শাখার সভাপতি, সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।