
নিউজ ডেস্কঃ
সিলেটে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। রোববার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের বিশ্বনাথের রশিদপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-মাসুম আহমেদ (২৮) ও তারেক আহমদ (৩০)। তারা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকার বাসিন্দা।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি নিশ বলেন, সিলেটগামী যাত্রীবাহী বাস হবিগঞ্জ এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছানো মাত্র বিশ্বনাথ থেকে রশিদপুর মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠা মোটরসাইকেলটি বাসের সামনে পড়ে যায়। এতে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।
হতাহত তিনজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছেন।