
নিউজ ডেস্কঃ
চুয়াডাঙ্গায় নিখোঁজের এক সপ্তাহ পর সাকিব হোসেন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের পার্শ্ববর্তী মকবুল হোসেনের আম বাগান থেকে সাকিব হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথা, মুখ ও হাতসহ একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এর আগে গত ১৯ ডিসেম্বর নিখোঁজ হন সাকিব হোসেন।গ্রামবাসী ও পুলিশ জানায়, যদুপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সাকিব হোসেন ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টার সময় বাড়ি থেকে নিখোঁজ হন। শনিবার দুপুরে স্থানীয় কৃষকরা মাঠে কাজ শেষে বাড়ি ফেরার সময় মকবুল হোসেনের আম বাগানে সাকিবের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে দর্শনা মডেল থানা পুলিশের সদস্যরা দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করে।দর্শনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান কাজল বলেন, ‘সাকিব হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন ব্যস্ত রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।’