
গত ২৬ ডিসেম্বর নগরীর মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে ২১নং জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ওয়ার্ড সহ সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়–য়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন-বাঙালির ইতিহাসে ৪৯তম মহান বিজয় দিবসে এই হোক অঙ্গীকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিজেদের সুসংগঠিত হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিজেদের জীবন বাজি রেখে দেশ গড়ার সংগ্রামে নিয়েজিত রাখতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। তিনি গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির প্রতীক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সারা বিশ্বের বিস্ময়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন-জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শফর আলী, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, সাবেক ছাত্রনেতা রাশেদুল আলম, মহানগর আওয়ামী লীগ নেতা প্রকৌশলী বিজয় কৃষাণ চৌধুরী, আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী শৈবাল দাশ সুমন, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আনজুমান আরা বেগম, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ নেতা মো: সৈয়দুল আলম, শেখ সাইফুদ্দিন খালেদ রানা, মো: জাহাঙ্গীর মোস্তফা, অনিল দাশ, মো: শামশুদ্দিন নুরী,
বাবুল দেব রায়, রঞ্জন রশ্মি বড়–য়া, আবু ফরহাদ সাবু, মো: সেলিম জাহাঙ্গীর, সাহেদুল আলম, ইমতিয়াজ আহমেদ, হাজী মুন্সি মিয়া, তৌহিদুর রহমান, আহসান উল্লাহ খোকন, মো: আবদুস শুক্কুর, মো: মাসুদ আলী, সুভাষ দেব, যুবলীগ নেতা হুমায়ুন কবির মাসুদ, সুচিত্রা গুহ টুম্পা, শফিকুল আলম, ইকবাল আহমেদ ইমু, অঞ্জন দত্ত, সাইফুল ইসলাম বাপ্পি, সিজার বড়–য়া, জাহেদুল ইসলাম মঞ্জু, ইসমাইল উদ্দিন লিটন, শফিকুল ইসলাম, গোলাম হায়দার, মো: ইমু, মো: নুরুল ইসলাম, জাহেদুল ইসলাম মঞ্জু, মো: আলম চৌধুরী, দেলোয়ার হোসেন, মো: খোকন, মো: বাবুল, শাহ নেওয়াজ জসিম, ছাত্রলীগ নেতা শৈবাল দাশ, আরাফাত জাহেদ অনিক প্রমুখ।